< এইটা দিয়ে চেক করবে বাম পাশে যেটা আছে সেটা ডানপাশেরটা থেকে ছোট কিনা

> এইটা দিয়ে চেক করবে বাম পাশে যেটা আছে সেটা ডানপাশেরটা থেকে বড় কিনা

== এইটা দিয়ে চেক করবে বাম পাশেরটা আর ডানপাশেরটা দুইটাই সমান কিনা

!= এইটা দিয়ে চেক করবে বাম পাশেরটা আর ডানপাশেরটা দুইটাই অসমান (ডিফারেন্ট বা আলাদা) কিনা

<= এইটা দিয়ে চেক করবে বাম পাশে যেটা আছে সেটা ডানপাশেরটা থেকে ছোট বা সমান কিনা

>= এইটা দিয়ে চেক করবে বাম পাশে যেটা আছে সেটা ডানপাশেরটা থেকে বড় বা সমান কিনা



&& থাকার মানে দুইটা শর্তই পূরণ করতে হবে। একটা করবে আরেকটা করবে না। তাহলে হবে না।

।। থাকার মানে দুইটা শর্তেরযেকোন একটা পূরণ করলেই হবে। তবে দুইটাই না করলে হবে না।


  1. গুগলে বা youtube সার্চ দিয়ে javascript variable বা javascript array বা জাভাস্ক্রিপ্ট conditionals লিখে সার্চ দিয়ে আরো ভিডিও দেখে বুঝার চেষ্টা করবে।

প্রাকটিস চ্যালেঞ্জ

hand-photo-phone

Creating an Array

javascript array.length

JavaScript Array indexOf()

JvaScript Array-Index Start-0 thake